দেশে ফিরছেন তারেক রহমান, দেশবাসীর দোয়া চাইলেন ছায়াসঙ্গী ড. সালেহ শিবলী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবনের ছায়াসঙ্গী ও তার প্রেস সচিব ড. সালেহ শিবলী লন্ডন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই সফরের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। ১৭ বছর পর প্রিয় নেতার সঙ্গে দেশে ফেরার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি দেশবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন। ড. শিবলী বলেন, "দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছি। মানুষের অনেক আশা ও প্রত্যাশা। আশা করি, আমরা সঠিক সময়েই দেশে পৌঁছাতে পারব।"ড. সালেহ শিবলী একজন অভিজ্ঞ সাংবাদিক ও লেখক, যাকে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম চিন্তক হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি দৈনিক মানবজমিন, ইউএনবি, রেডিও টুডে ও চ্যানেল আইসহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির প্রেস টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।প্রবাস জীবনেও ড. শিবলী তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ডকে মেধা ও লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। তার সম্পাদিত ‘দ্য পলিটিক্যাল থট অব তারেক রহমান’ বইটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত তারেক রহমানের ভিডিও ভাষণগুলো সংকলিত করে তিনি ‘তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ’ বইটি রচনা করেছেন। পেশাগত জীবনে তিনি কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অস্ট্রেলিয়ার একটি রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠানের নন-রেসিডেন্ট ফেলো হিসেবেও কাজ করছেন।