• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ১১:০৩:৩১ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

তরুণদের দৈনন্দিন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো

৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৭:২৯

তরুণদের দৈনন্দিন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতে বাংলাদেশের তরুণরা আবারও ফিরছে ক্যাম্পাস, কর্মস্থল ও ব্যস্ত দৈনন্দিন রুটিনে। পড়াশোনা, কাজ, যাতায়াত ও নিরবচ্ছিন্ন অনলাইন সংযোগ— সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন স্মার্টফোন। এই বাস্তবতায় ২০২৬ সালে প্রযুক্তি ব্র্যান্ডগুলোর মূল মনোযোগ নতুনত্বের চেয়ে ব্যবহারকারীর দৈনন্দিন অভিজ্ঞতার দিকে ঝুঁকছে বলে জানিয়েছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

Ad

ইনফিনিক্সের মতে, আগামী দিনে একটি স্মার্টফোন ব্র্যান্ডের প্রাসঙ্গিকতা নির্ধারিত হবে প্রযুক্তি কতটা বাস্তব জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে তার ওপর। বাংলাদেশের তরুণদের জন্য এর অর্থ হলো— হালকা ও আরামদায়ক ডিজাইন, দীর্ঘ সময় ব্যবহারে স্বাচ্ছন্দ্য এবং একটানা ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স।

Ad
Ad

ভোরের যাত্রা থেকে গভীর রাত পর্যন্ত পড়াশোনা, গেমিং, স্ট্রিমিং কিংবা কনটেন্ট তৈরির কাজে স্মার্টফোন তরুণদের সময় ও শক্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মোবাইল গেমিং ও ই-স্পোর্টস তরুণ সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে, যা ডিভাইসের পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ ও আরামদায়ক ব্যবহারের ওপর প্রত্যাশা আরও বাড়িয়েছে।

যাতায়াতের ফাঁকে হালকা গেমিং থেকে শুরু করে প্রতিযোগিতামূলক খেলা কিংবা গভীর রাতের লাইভস্ট্রিম— সব ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স এখন তরুণদের প্রধান চাহিদা।

এই ব্যবহার-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায় ইনফিনিক্সের ২০২৫ সালের একটি অর্জনে। সে বছর ইনফিনিক্স হট ৬০ প্রো+ ‘বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি-কার্ভড ডিসপ্লে স্মার্টফোন’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি লাভ করে। ২০২৫ সালের আগস্টে স্বীকৃতিপ্রাপ্ত ফোনটির পুরুত্ব ছিল মাত্র ৬ দশমিক ০৯২০ মিলিমিটার (ক্যামেরা বাম্প বাদে)।

ইনফিনিক্স জানায়, এই স্বীকৃতির গুরুত্ব শুধু রেকর্ড গড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অতিরিক্ত পাতলা নকশার মধ্যেও ফোনটিতে যুক্ত করা হয়েছে ৫,১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জিং সুবিধা থেকে দূরে থাকা ক্যাম্পাসপড়ুয়া ও গেমিংপ্রবণ তরুণদের প্রয়োজন পূরণে সহায়ক।

নতুন বছরে তরুণরা যখন স্টাইল, আরাম ও স্থায়িত্বের মধ্যে ভারসাম্য খুঁজছে, তখন ইনফিনিক্স উদ্ভাবনকে দেখছে বাস্তব অভিজ্ঞতার প্রতিক্রিয়া হিসেবে— শুধু স্পেসিফিকেশনের প্রতিযোগিতা হিসেবে নয়। বৈশ্বিকভাবে স্বীকৃত ডিজাইন অর্জনকে সঙ্গে নিয়ে ইনফিনিক্স জানিয়েছে, বাংলাদেশের দ্রুতগতির, ডিজিটালভাবে সংযুক্ত ও গেমিং সংস্কৃতিতে প্রভাবিত তরুণদের জীবনধারার সঙ্গে তাল মিলিয়েই এগোতে চায় তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাবনার ২টি আসনে নির্বাচন স্থগিত করল ইসি
পাবনার ২টি আসনে নির্বাচন স্থগিত করল ইসি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৯:৩১








আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৭:৫৮

তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫১:৪৬


Follow Us