• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ সকাল ০৬:৫০:৪১ (07-Jan-2026)
  • - ৩৩° সে:

তরুণদের স্বপ্নপূরণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক প্রযুক্তি আড্ডা

৪ জানুয়ারী ২০২৬ রাত ১০:৫৬:০৪

তরুণদের স্বপ্নপূরণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক প্রযুক্তি আড্ডা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার তরুণদের বৈশ্বিক প্রযুক্তি বাজারে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি ক্যাফেতে ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক একটি ব্যতিক্রমী কমিউনিটি-নির্ভর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ঢাকায় বেড়ে ওঠা সফল প্রযুক্তিবিদদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উদীয়মান তরুণদের জন্য একটি দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম তৈরি করা।

Ad

অনুষ্ঠানের আয়োজনে বিশেষ সহযোগিতা করেন এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিংয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার আহমেদ মোহতাসিম জাবের। সেশনের বক্তারা, যারা একসময় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন, তারা অংশগ্রহণকারীদের সামনে তাদের দক্ষতা বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার কৌশলগুলো তুলে ধরেন।

Ad
Ad

অনুষ্ঠানটি প্রথাগত সেমিনারের বাইরে গিয়ে একটি প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশনে রূপ নেয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বক্তাদের সাথে কথা বলার ও বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান। এই আয়োজনটি ঢাকার প্রযুক্তি ইকোসিস্টেমে কর্মরত অভিজ্ঞ পেশাজীবী এবং আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে, যা ভবিষ্যতে মেন্টরশিপের মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ইভেন্টটিতে হেলথ পার্টনার হিসেবে যুক্ত ছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যুব শাখা এনএইচএফ ইয়ুথ, যার নেতৃত্বে ছিলেন ডা. ইফতেখার আলী খান্ডাকার। পাশাপাশি অ্যাডুকেশন পার্টনার হিসেবে শাহরিয়ার জাহানের নেতৃত্বে অ্যাড্রয়েট এডুকেশন এবং মিডিয়া ও লজিস্টিক সহায়তায় ক্রিয়েশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তৌসিফ আহমেদ সিদ্দিকী এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিশেষে, অংশগ্রহণকারী ও আয়োজকরা একমত হন যে, বাংলাদেশের মেধা ও বিশ্ববাজারের সুযোগের মধ্যে সমন্বয় ঘটাতে ভবিষ্যতে এ ধরণের আরও উদ্যোগ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us