স্পোর্টস ডেস্ক: বোলারদের দাপুটে পারফরম্যান্সের পর দুই ওপেনারের ব্যাটে ভর করে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না চট্টগ্রাম রয়্যালস।

২ জানুয়ারি শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বন্দরনগরীর দলটি। ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।


বোলারদের দাপটে দিশেহারা ঢাকা টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লেতে ২ উইকেট হারানোর পর ৪৬ রান তুলতেই সাজঘরে ফেরেন ৫ টপ অর্ডার ব্যাটার। সাইফ হাসান (১), জুবাইদ (২), শামীম (৪) ও অধিনায়ক মিঠুন (৮) ব্যর্থ হলে চাপে পড়ে দল। উসমান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২১ রানে থামেন তিনি।
মধ্যভাগে সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম দুজনেই ৯ রান করে বিদায় নিলে ৬৬ রানে ৭ উইকেট হারিয়ে ধসে পড়ে ঢাকার ইনিংস। শেষ দিকে নাসির হোসেন (১৭) ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৪৮ রানের লড়াকু জুটিতে কোনোমতে ১২২ রান সংগ্রহ করে অলআউট হয় ঢাকা।
চট্টগ্রামের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম। দুজনই শিকার করেছেন ৩টি করে উইকেট। অধিনায়ক শেখ মাহেদি হাসান নিয়েছেন ২ উইকেট এবং আমের জামাল পান ১টি উইকেট।
নাইম-রসিংটনের অপরাজিত সেঞ্চুরি জুটি ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও অ্যাডাম রসিংটন ছিলেন বিধ্বংসী মেজাজে। কোনো ঝুঁকি না নিয়ে পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করেন তারা। বিপিএলের অন্যতম দামি খেলোয়াড় নাইম শেখ আস্থার প্রতিদান দিয়ে ৪০ বলে ৫৪ রানের এক নান্দনিক ইনিংস খেলেন, যা ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল।
অন্যদিকে ইংলিশ ব্যাটার রসিংটন ছিলেন আরও আক্রমণাত্মক। তিনি ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এই দুই ব্যাটারের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১২২/১০ (১৮.৫ ওভার); নাসির ১৭, উসমান ২১। শরিফুল ৩/২৪, তানভীর ৩/২৩।
চট্টগ্রাম রয়্যালস: ১২৩/০ (১৪.২ ওভার); রসিংটন ৬০*, নাইম ৫৪*।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available