• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৫০:২৭ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

নারী কাবাডি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৩০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। আগামী সোমবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে বহু প্রতীক্ষিত এই আন্তর্জাতিক টুর্নামেন্ট।

Ad

১৫ নভেম্বর শনিবার বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী কাবাডি দলের তালিকা প্রকাশ করে কাবাডি ফেডারেশন।

Ad
Ad

তবে দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না দলের অধিনায়ক কিংবা কোচ। বিষয়টি ব্যাখ্যা করে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, দল বর্তমানে বিকেএসপিতে অনুশীলনে থাকায় কাউকে সংবাদ সম্মেলনে আনা সম্ভব হয়নি।

সাধারণ সম্পাদক জানান, ‘১৬ নভেম্বর রবিবার যমুনা নদীতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে। বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ১১ দেশের অধিনায়কদের নিয়ে এই আয়োজন হবে। বাংলাদেশে প্রথম নারী কাবাডি বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই আমরা বিশেষ আয়োজন করছি।’

তবে টুর্নামেন্টের আকর্ষণ কিছুটা কমেছে অংশগ্রহণকারী দেশের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায়। আগে জানানো হয়েছিল ১৪টি দেশ খেলবে কিন্তু সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেখা যায় ১১টি দেশ অংশ নিচ্ছে। জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা না আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। পোল্যান্ড স্ট্যান্ডবাই থেকে এসে অংশ নিলেও পাকিস্তান আসছে না বলে জানানো হয়েছে।

ফেডারেশন জানায়, বিদেশি দলগুলোর আগমন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের তত্ত্বাবধানে হলেও স্থানীয় আবাসন ও যাতায়াতের দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক কাবাডিতে ভালো পারফরম্যান্স করছে বাংলাদেশ। তবে আম্পায়ারিং নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। নিরপেক্ষতা বিষয়ে সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশের ১২ জনসহ আন্তর্জাতিক পর্যায়ের কয়েকজন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। ভারতের কয়েকজন অভিজ্ঞ আম্পায়ারও যুক্ত হচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রাঙামাটিতে পুলিশি অভিযানে গ্রেফতার ২
১৬ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৬:৪৭






সংবাদ ছবি
মধ্যরাতে হাজারীবাগে বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২৭:৩৩





Follow Us