• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৪৬:৩৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

আঠারো বছর পর শিরোপা জেতার স্বপ্ন পূরণ হলো বেঙ্গালুরুর

৪ জুন ২০২৫ সকাল ০৮:৪৬:৫৯

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা আর তিনবারের ফাইনাল হতাশা শেষে অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএলের রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতে নিল বিরাট কোহলির দল।

৩ জুন সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Ad
Ad

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৯০ রান। দলের পক্ষে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন অধিনায়ক বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল।

Ad

জবাবে লক্ষ্য তাড়ায় নেমে পাঞ্জাব কিংসও লড়াই করে, তবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৮৪ রানেই থেমে যায় তাদের ইনিংস।

১৯১ রানের লক্ষ্য তাড়ায় পাঞ্জাব শুরুটা বেশ ভালো করে। ওপেনার প্রবসিমরান সিং ও প্রিয়ন্স আর্য গড়েন ৪৩ রানের উদ্বোধনী জুটি। তবে দ্রুতই ছন্দপতন ঘটে। ২২ বলে ২৬ রান করে ফেরেন প্রবসিমরান, আর মাত্র ১ রান করে বিদায় নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

জশ ইংলিস ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন, ২৩ বলে ৩৯ রান করে আউট হন। নেহাল ওয়াধেরাও রান করতে পারেননি, ১৮ বলে করেন মাত্র ১৫। শেষদিকে শশাঙ্ক সিং একাই লড়াই করেন। ৩০ বলে ৬১ রানের ইনিংসে মারেন ৬টি ছক্কা ও ৩টি চার, কিন্তু দলকে জেতাতে পারেননি।

বেঙ্গালুরুর হয়ে বোলিংয়ে সবচেয়ে বড় পার্থক্য গড়েন ক্রুনাল পান্ডিয়া। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন। ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমারও। চাপের মুখে শেষ ওভারে কেবল ৬ রান দরকার থাকলেও পাঞ্জাব সেটা তুলতে ব্যর্থ হয়, এবং হেরে যায় ৬ রানে।

আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর ইনিংসে শুরুটা ভালো ছিল না। দলীয় ১৮ রানে আউট হয়ে যান ওপেনার ফিল সল্ট। এরপর কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়লেও আগারওয়াল ২৪ রান করে বিদায় নেন। রানের গতি ছিল ধীর, আর চাপের মুখে অধিনায়ক রজত পাতিদারও ফিরে যান ২৬ রান করে।

বিরাট কোহলির ব্যাটও ফাইনালে ছিল শান্ত স্বরে। ৩৫ বলে ৪৩ রান করে তিনিও ফিরে যান আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে। শেষদিকে কিছুটা ঝড় তোলেন জিতেশ শর্মা (১০ বলে ২৪) ও লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫)। শেষ ৩ ওভারে ২২ রান তুলে স্কোরবোর্ডে পৌঁছে যায় ১৯০ রানে।

পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং ও কাইল জেমিসন ৩টি করে উইকেট নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:৩৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



Follow Us