• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ সকাল ০৬:৩৮:২০ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৬:৫০

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর নওগাঁ-৫ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

Ad

২৮ ডিসেম্বর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

Ad
Ad

মনিরা শারমিন বলেন, তিনি মনোনয়ন পাওয়ার সময় জানতেন না যে এনসিপি জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে। তাঁর ভাষায়, দলটি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে তিনি ধারণা করেছিলেন। পরবর্তীতে দলের অবস্থান পরিবর্তন হওয়ায় তিনি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, তিনি এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করেন এবং দলের প্রতি তাঁর কমিটমেন্ট অটুট আছে। তবে এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের প্রস্তুতিতে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করেছিলেন। যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বিবেচনায় অনুদান দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। কেউ অনুদান ফেরত চাইলে, একজন হলেও তিনি সেই অর্থ বিকাশের মাধ্যমে দ্রুত ফেরত দেবেন বলেও জানান।

তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতি বা আসন ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। নতুন রাজনীতির বয়ান নিয়ে তিনি জনগণের কথা বলতে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দল থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে মনিরা শারমিন লিখেছেন, এনসিপি কারো একার সম্পত্তি নয় এবং তিনি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেননি যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চান না বলেও তিনি স্পষ্ট করেন।

পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us