নিজস্ব প্রতিবেদক: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কেউ কেউ সহ্য করতে পারেনি। এজন্যই তারা ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দিয়েছে। কিন্তু বিপ্লবীদের খুন করে তাদের চেতনাকে হত্যা করা যায় না। তা আরও ছড়িয়ে পড়ে।

২১ ডিসেম্বর রোববার ফজর নামাজের পর শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।


জামায়াত আমির বলেন, চব্বিশের জুলাইয়ের আপনজন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমতবের কথা বলে গেছেন। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, সরকার যা করছে তাতে জনগণ এখনও সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available