নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম দেশের জনগণকে সতর্ক করে যেকোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই বার্তা দিয়েছেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, জুলাই মাস থেকে তিনি ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ, পুনর্গঠন, আইনের শাসন ও পুনর্মিলনের রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। শহীদ ওসমান হাদির রাজনৈতিক ধারার সঙ্গে তিনি নিজেও অটল থেকে চলেছেন। ‘জুলাই বা দেশপ্রেমের নামে সহিংসতা ও নৈরাজ্য কোনোভাবেই বৈধ নয়’, বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, শহীদ মিনারে দেওয়া তার বক্তব্য হাদির হত্যাকারী সন্ত্রাসী এবং জীবননাশের হুমকি দেওয়া শক্তিগুলোর বিরুদ্ধে সরাসরি নিন্দা। একই সঙ্গে পুনর্গঠনের পক্ষে এবং ধ্বংসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে ওই মন্তব্য কিছু নাগরিকের কাছে ভুলভাবে ব্যাখ্যা হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
মাহফুজ আলম দেশবাসীকে সতর্ক করে বলেন, ‘ফাঁদে পা দেবেন না। চরম ডানপন্থী গোষ্ঠী ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর রাজনীতি চালাচ্ছে। দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানাই, পুরোনো সহিংস ঐতিহ্য থেকে পৃথক হয়ে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে।’
তিনি দ্য ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে সহযোদ্ধা নুরুল কবিরসহ লক্ষ্যভিত্তিক হামলারও নিন্দা জানান।
মাহফুজ আলম বলেন, ‘আমাদের অগ্রযাত্রার পথ স্পষ্ট, শান্তি ও দায়িত্ববোধের মধ্য দিয়ে প্রতিরোধ, পুনর্গঠন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শহীদ হাদির উত্তরাধিকারকে সম্মান জানানো হবে। ফ্যাসিবাদ ও তার মিত্রদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত থাকবে।’
পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘আল্লাহ শহীদ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available