নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ফ্যাসিবাদ সরকার গণমানুষের প্রতিরোধে উৎখাত হয়ে পালিয়েছে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের পতন ঘটে। তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।’

৮ নভেম্বর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে ১৩ নভেম্বর ফ্যাসিবাদপন্থীদের পক্ষ থেকে আন্দোলন ও ব্লকেডের আহ্বান দেওয়াকে কেন্দ্র করে আইজিপি এ কথা বলেন।


তিনি জানান, ‘যেসব পেজ থেকে এই পলাতক গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, সেগুলোর বিষয়ে গোয়েন্দারা কাজ করছে।’
আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমাদের সমাজে আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে নিয়ম মেনে চলতে হবে, বাকি ১০ শতাংশ না মানলে তাদের বিরুদ্ধে পুলিশ নিয়মমাফিক ব্যবস্থা নেবে।’
তিনি আরও জানান, ‘প্রায় প্রতিদিন কোথাও না কোথাও দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ চলছে। পুলিশ চাইলে বল প্রয়োগে সেসব উঠিয়ে দিতে পারে, কিন্তু আমরা ধৈর্যের সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করছি। নাগরিকদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত।’
আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের লক্ষ্য। এজন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশের ইতিহাসে এবারই প্রথম নির্বাচন নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুলিশ সদস্যদের।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available