• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ সকাল ০৭:৫৬:৫৭ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

তিস্তা বাঁচাতে পাঁচ জেলায় একসাথে মশাল প্রজ্জ্বলন, উত্তাল উত্তরাঞ্চল

১৭ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩৭:৪৮

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় একই সময়ে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় এ কর্মসূচি পালিত হয়। আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই কর্মসূচির উদ্বোধন করেন।

Ad
Ad

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিস্তা রক্ষা আন্দোলন দিনে দিনে তীব্র রূপ নিচ্ছে। ১৩০ কিলোমিটার দীর্ঘ এ নদীটি নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাজুড়ে প্রবাহিত। আন্দোলনকারীরা জানিয়েছেন, নদীর ভবিষ্যৎ সুরক্ষিত না হলে বৃহত্তর রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হবে।

Ad

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা শুধু উত্তরাঞ্চলের নয়, এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। জনগণ এখন তিস্তার ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘তিস্তা সমস্যা কোনো স্থানীয় ইস্যু নয়, এটি জাতীয় সমস্যা। ষোল বছরের ফ্যাসিবাদী শাসন রংপুরের মানুষের বুকের ভেতর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, তবুও আমরা থামিনি। তিস্তা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, সরকারের ধীরগতির কারণে জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনার বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে দুলু বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবে, তারা জাতীয় শত্রু হিসেবে বিবেচিত হবে।’

তিনি আরও জানান, ‘নভেম্বরের মধ্যেই পরিকল্পনার কাজ শুরু করতে হবে, অন্যথায় রংপুরকে অচল করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে লালমনিরহাটে গণমিছিল, গণসমাবেশ, পদযাত্রা ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবহেলায় তিস্তার বুকে জেগে উঠছে অসংখ্য চর, ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মানুষ।

মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা। তাদের কণ্ঠে ছিলো এক স্লোগান ‘জাগো বাহে, তিস্তা বাঁচই; তিস্তার ন্যায্য হিস্যা চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us