• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ০২:১৭:১১ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

আগামী মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে: আলী রীয়াজ

২৯ জুন ২০২৫ দুপুর ০১:৫০:০৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ স্বাক্ষরের আশা ছিল। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তবে কোনও কারণে তা না হলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

Ad

২৯ জুন রোববার দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি।

Ad
Ad

আলী রীয়াজ বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে৷ এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়। আমরা একটি দায়িত্ব পালন করতে এসেছি। রাজনৈতিক দলগুলোই আগামীতে শাসন ব্যবস্থার পরিবর্তন করবে। জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে যাতে কেউ সংবিধান সংস্কার করতে না পারে তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই দল রয়েছে এবং থাকবে। কিন্তু অভ্যুত্থানের সময় কোনও দলের পতাকা উত্তোলিত হয়নি। সেদিন শুধু বাংলাদেশের পতাকাই উড়ানো হয়েছিল। দেশের স্বার্থে আমরা সবাই এক হয়েছিলাম। কে নেতৃত্ব দিচ্ছে বা কে পাশে আছে সে চিন্তা আমরা করিনি। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়া ও ফ্যাসিবাদী শাসন তৈরির কাঠামোকে পরিবর্তন করা আমাদের লক্ষ্য ছিল।

আলী রীয়াজ আরও বলেন, গত সাতদিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে খানিকটা পিছিয়ে রয়েছি। জুলাই অভ্যুত্থানের অজ্ঞীকারের জায়গায় আমরা কতটুকু থাকতে পেরেছি? শুধু ব্যক্তি বা দলের অবস্থান গুরুত্বপূর্ণ হবে নাকি রাষ্ট্র ও দেশের স্বার্থকে আমরা আরেকটু বিবেচনা করব, তা ভাবতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫১:৩১

সংবাদ ছবি
ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৫:০৮


সংবাদ ছবি
নাটোরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৪

সংবাদ ছবি
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৪:০২


সংবাদ ছবি
পাঠকদের উদ্দেশ্যে প্রথম আলোর ঘোষণা
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৪:০৬




Follow Us