• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ০২:৫৭:৩৪ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

রাশিয়া-ইউক্রেন সংঘাত রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে: ট্রাম্প

১২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৪৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত এক মাসেই এই যুদ্ধে ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে।

Ad

তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘আমি চাই এই হত্যাকাণ্ড থামুক। গত মাসে ২৫ হাজার সৈন্য মারা গেছে। আমি চাই এটি থামুক। আমরা খুব কঠোর পরিশ্রম করছি। এ ধরনের ঘটনা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। আমি আগেও বলেছি, সবাই যদি এভাবে চালিয়ে যায়, তবে আমরা একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব। আমরা তা দেখতে চাই না।’

Ad
Ad

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্তির চরমসীমায় পৌঁছে গেছেন ট্রাম্প। একদিকে রাশিয়া নিজের অবস্থানে অনড়, অন্যদিকে ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ট্রাম্পের হুমকি-ধমকিকে পাত্তা দিচ্ছে না ইউক্রেনও।

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানান, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা ধীরগতিতে এগোনোর কারণে ট্রাম্প ‘অত্যন্ত হতাশ’। প্রেসিডেন্ট শুধু ‘আলাপের জন্য আলাপ’ করতে মোটেই আগ্রহী নন।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) এই যুদ্ধের উভয় পক্ষের ওপর খুবই ক্ষুব্ধ। তিনি কেবলমাত্র বৈঠকের জন্য বৈঠক করতে চান না। তিনি আর কোনো কথা চান না। তিনি চান কাজ, চান যুদ্ধের সমাপ্তি।’

এদিকে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তারা ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় বুদ্ধিজীবী দিবস পালিত
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫০:২৭







সংবাদ ছবি
দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:২৯




Follow Us