আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ঘটনাস্থলে থাকা একজন ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিয়ানমারে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা।


ত্রাণকর্মীরা জানিয়েছে, গতকাল ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে সামরিক জেট বিমান থেকে বোমা ফেলা হয়।
ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। এছাড়া ৬৮ জন আহত হয়েছেন। সেই সংখ্যাও বাড়তে থাকবে। রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়।
মিয়ানমারে সামরিক পর্যবেক্ষকদের মতে, ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান গৃহযুদ্ধে প্রতি বছর বিমান হামলার সংখ্যা বেড়েছে। জান্তা সরকার চলতি মাসের ২৮ তারিখ থেকে নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে। তারা এই নির্বাচনকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে প্রচার করলেও বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে এই ভোট রুখে দেওয়ার অঙ্গীকার করেছে। ফলে সামরিক বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধার করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
এই হামলার বিষয়ে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এএফপি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available