• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:১৮:২২ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া

৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২১:২৮

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Ad

৫ ডিসেম্বর শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

Ad
Ad

সংবাদ সম্মেলনে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে পুতিন বলেন, ‘আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত ফোনে কথাও বলি।'

পুতিনের সফরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে। দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেয়ার ঘোষণা দেন পুতিন।

পুতিন বলেন, তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী রাশিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:৩৪







Follow Us