• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩১:১৯ (26-Nov-2025)
  • - ৩৩° সে:

শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি পেয়ে ভারতের প্রতিক্রিয়া

২৬ নভেম্বর ২০২৫ রাত ০৮:৫২:২০

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে যে চিঠি গেছে, সে ব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত।  

Ad

২৬ নভেম্বর বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। 

Ad
Ad

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।

শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।

তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে, এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি।

ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, ‌‌‌‌‘হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাবো।’

গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর চলতি মাসে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এর আগে, গত বছরের ডিসেম্বরে দিল্লির কাছে প্রথমবারের মতো একই ধরনের চিঠি দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর
২৬ নভেম্বর ২০২৫ রাত ০৯:০০:৪৫




সংবাদ ছবি
ডুমুরিয়ায় বাসের চাপায় এক নারীর মৃত্যু
২৬ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৭:৫৫

সংবাদ ছবি
১৬৬ উপজেলায় নতুন ইউএনও
২৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৩৯

সংবাদ ছবি
প্রকাশ পেল ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২৪



Follow Us