• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৬:৪৯ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল, নিহত ৬৯ হাজার ছাড়িয়েছে

৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২০:৩২

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও থামেনি ইসরাইলি হামলা। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের খবর মিলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি।

Ad

৮ নভেম্বর শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে ইসরাইলি হামলায় আরও ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Ad
Ad

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবারও ইসরাইলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় আক্রমণ চালাচ্ছে ইসরাইল। গাজার উত্তর সীমান্তে ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগ তুলে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করেছে তারা।

স্থানীয়দের অভিযোগ, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ‘ইয়েলো লাইন’ আসলে এক অদৃশ্য সীমা, যার অবস্থান কেউ জানে না। ফলে ওই এলাকায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে, ইসরাইলি বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হচ্ছে শিশু ও নারীও।

স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, গাজায় এ পর্যন্ত প্রায় দুই লাখ টন বোমা ফেলেছে ইসরাইল, যার মধ্যে প্রায় ৭০ হাজার টন এখনো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এসব বিস্ফোরক বস্তু গাজার বাসিন্দাদের জন্য এখনো ভয়ংকর ঝুঁকি তৈরি করছে।

শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট ও দূষণ। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরগুলোতে জমে আছে ময়লা-আবর্জনা; ইসরাইলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পানি ছড়িয়ে পড়ছে আশপাশের বসতি ও আশ্রয়শিবিরে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানির স্তর বেড়ে ৬ মিটার পর্যন্ত উঠেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ভূগর্ভস্থ পানির বড় অংশ এখন মারাত্মকভাবে দূষিত।

এদিকে, পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। জেনিনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাবা গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা সেনাদের সহায়তায় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ৭০টি গ্রামে ১২৬টি সহিংস হামলা হয়েছে। এ সময় পুড়ে গেছে চার হাজারের বেশি জলপাই গাছ।

অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। এক বছরেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল লেবাননের সীমান্ত এলাকায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং গাজায় মানবিক পরিস্থিতির অবনতি রোধে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫২











Follow Us