• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩২ রাত ০২:৩৬:২০ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানাল ইরাক

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২২:০৯

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ২৩ মাসেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসন এবং কাতারে চালানো সাম্প্রতিক হামলার জবাব দিতে ইসরায়েলের বিরুদ্ধে এবার ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। 

কাতারে আসন্ন আরব ইসলামি সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। ১৫ সেপ্টেম্বর সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। 

ইরাকের প্রধানমন্ত্রী আল জাজিরাকে বলেন, দোহায় ইসরায়েলের হামলায় পাঁচ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনের একটি ভয়াবহ লঙ্ঘন। এটি প্রমাণ করে যে ইসরায়েলের কর্মকাণ্ড সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। 

আল-সুদানি আরও বলেন, মুসলিম দেশগুলো আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারে না, এমন কোনো কারণ নেই। আমি আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

ইরাকের প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দোহায় আরব-ইসলামিক সম্মেলন বসতে যাচ্ছে। কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে এই সম্মেলনে। প্রায় এক দশক আগে এ উদ্যোগের প্রস্তাব দিয়েছিল মিশর।

মোহাম্মদ শিয়া আল-সুদানি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে ঠেকানোর জন্য জন্য ইসলামী বিশ্বের কাছে ‘অনেক ধরনের উপায়’ রয়েছে। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ধারাবাহিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে এ সময় তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারেই থেমে থাকবে না।

প্রসঙ্গত, দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী জরুরি আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করছে কাতার।

গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার ঘটনায় কাতারের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। হামাস বলেছে, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তবে সংগঠনের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সৈয়দপুরে মিনি বার ও ফুটবল বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:২১

সংবাদ ছবি
রোববার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৬

সংবাদ ছবি
কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৫

সংবাদ ছবি
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না: ইসি
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮:২৫