• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ রাত ১০:২২:১১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নিঃস্ব ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ

১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১২:১০

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: ভারতের পাঞ্জাব অঞ্চলে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। প্রবল বর্ষণে অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা, ফিরোজপুরসহ বিভিন্ন জেলার গ্রাম ভেসে গেছে। ফসল তলিয়ে গেছে, ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করতে হচ্ছে অসংখ্য পরিবারকে। এমন দুঃসময়েই দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বলিউড তারকা শাহরুখ খান। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর উদ্যোগে তিনি ১ হাজার ৫০০ পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি এনজিওর সহযোগিতায় মীর ফাউন্ডেশন বন্যাপীড়িত ব্যক্তিদের হাতে খাদ্যসামগ্রী, ওষুধ, মশারি, ফোল্ডিং বিছানা, চাদর, গদি, পোশাক, ত্রিপলসহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। শাহরুখের উদ্দেশ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং পরিবারগুলোর পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা। এর আগেও অমৃতসরের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

Ad
Ad

বন্যাদুর্গত মানুষের দুর্দশা দেখে ব্যথিত শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পাঞ্জাবের এমন দৃশ্য দেখে আমার মন ভেঙে গিয়েছে। আমি আশা করব, পাঞ্জাবের মনোবল কখনো যেন না ভাঙে।’ তাঁর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই শাহরুখকে ‘ট্রু কিং’, ‘রিয়েল হিরো’ বলে প্রশংসায় ভাসান। কেউ কেউ আবার মন্তব্য করেন, ‘শাহরুখ শুধু সিনেমায় নন, বাস্তব জীবনেও নায়ক।’

Ad

শুধু শাহরুখ নন, পাঞ্জাবের বন্যার এই কঠিন সময়ে আরও অনেক বলিউড তারকা এগিয়ে এসেছেন। অক্ষয় কুমার নিজের জন্মভূমি পাঞ্জাবের জন্য মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। সালমান খান তাঁর ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশনের মাধ্যমে দুর্গত এলাকায় চিকিৎসা ও খাদ্যসহায়তা পাঠিয়েছেন। সোনু সুদ, যিনি মহামারির সময় ভিন্ন ভূমিকায় মানুষের আস্থা অর্জন করেছিলেন, এবারও গ্রামে গ্রামে পৌঁছে মানুষকে সাহায্য করছেন। রণদীপ হুদা ও দিলজিৎ দোসাঞ্জও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রণদীপ হুদা নিজে দুর্গত এলাকায় গিয়ে সহযোগিতা করেছেন নানাভাবে। দিলজিৎ দোসাঞ্জ বন্যাকবলিত ১০টি গ্রামের মানুষদের দায়িত্ব নিয়েছেন পুনর্বাসনের জন্য।

বলিউড তারকাদের এ ধরনের উদ্যোগ নতুন কিছু নয়। যেকোনো দুর্যোগেই তাঁরা ঝাঁপিয়ে পড়েন। করোনা মহামারির সময় শাহরুখ খানের মীর ফাউন্ডেশন বিশেষভাবে আলোচনায় আসে। হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ থেকে শুরু করে আইসিইউ বেড তৈরি, দেশজুড়ে হাজারো পরিবারকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ—প্রতিটি ধাপেই সক্রিয় ভূমিকা রেখেছিলেন শাহরুখ। মীর ফাউন্ডেশন বরাবরই কাজ করে আসছে অ্যাসিডদগ্ধ নারীদের চিকিৎসা ও পুনর্বাসনে, ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় এবং পথশিশুদের শিক্ষা-চিকিৎসায়।

শাহরুখের মানবিক কর্মকাণ্ড ভক্তদের কাছে তাঁকে আরও প্রিয় করে তুলেছে। ভক্তদের ভাষায়, ‘যেখানে অন্য তারকারা মাঝেমধ্যে এগিয়ে আসেন, শাহরুখ সব সময় মানুষের পাশে থাকেন।’

পাঞ্জাবের বন্যায় তাঁর সর্বশেষ উদ্যোগ প্রমাণ করল, জনপ্রিয়তার বাইরেও তিনি এক বড় মাপের মানুষ।

ভারতের চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, বলিউড তারকাদের এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক ত্রাণসহায়তা নয়, সাধারণ মানুষের মনে ভরসা জোগায়। যখন দুর্যোগে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছাতে সময় লাগে, তখন পরিচিত মুখগুলো দ্রুত এগিয়ে এসে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হয়। শাহরুখ খানের মতো সুপারস্টার যখন নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন, তখন সাধারণ মানুষও অনুপ্রাণিত হয়ে ছোট ছোট উদ্যোগ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রাতের মধ্যেই ঢাকায় বৃষ্টির আভাস
২২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৫:৩৫

সংবাদ ছবি
পেছাল রাকসুর নির্বাচন
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৩০


সংবাদ ছবি
নরসিংদীতে খুন-ছিনতাই-চুরির ঘটনায় ২০০ জন গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৫৩

সংবাদ ছবি
বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪২


সংবাদ ছবি
সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:০৫


সংবাদ ছবি
শাপলা প্রতীক সরছি না, ১৫০ আসন পাবে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:০৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৭


Follow Us