• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৩৬:৩০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?

২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা দীর্ঘদিনের। এ নিয়ে যদিও কখনোই মুখ খোলেনি বচ্চন পরিবার। সম্প্রতি ঐশ্বরিয়ার বিয়ের আগের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে তার জীবনের ‘আদর্শ পুরুষ’ নিয়ে কথা বলতে দেখা গেছে।

Ad
Ad

অভিষেক বচ্চনকে বিয়ের আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানেই তিনি তার জীবনের ‘আদর্শ পুরুষ’ সম্পর্কে কথা বলেছিলেন।

Ad
Ad

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বলেন, আমি জীবনে এমন একজন মানুষকে চাই যে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এতটাই ভালোবাসবে যে সে ছাড়া আমি আর কারও দিকে ঘুরেও তাকাতে চাই না। আমি মনেপ্রাণে চাই, আমার জীবনের আদর্শ মানুষটি রোম্যান্টিক হোক। ফ্লার্টিং নয়, বরং ভালো মানুষটির খুবই প্রয়োজন।

Ad

অভিষেক এবং ঐশ্বরিয়া বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এর পর ‘উমরাও জান’ সিনেমার সময় তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ‘গুরু’ সিনেমায় অভিনয় করার পর অভিষেক ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব দেন। এরপর ২০০৭ সালে বিয়ে করেন এই দম্পতি।

কন্যা আরাধ্যাকে নিয়ে বেশ সুখেই চলছিল তাদের সংসার। তবে আম্বানিদের বিয়ের পার্টিতে বচ্চন পরিবারের সকলকে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেলেও, ঐশ্বরিয়া ও আরাধ্যাকে আলাদা পৌঁছতে দেখা যায়। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুজব আরও বাড়তে শুরু করে।

তবে এই বিষয় নিয়ে ঐশ্বরিয়া বা অভিষেক কেউই কথা বলেননি কখনও। বর্তমানে ঐশ্বরিয়াকে খুব একটা দেখা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায়। অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। তাই নানা গুঞ্জনে অভিষেকের সঙ্গে সম্পর্কের স্ট্যাটাস জানতেও সকলেই যেন মুখিয়ে রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১