নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে ৩টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য টোলমুক্ত থাকবে।

এটি ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায়। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।


এছাড়াও, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় এসে যোগদান করবেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available