নিজস্ব প্রতিবেদক: ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বুড়িগঙ্গাকে দূষণ ও দখলমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।পাশাপাশি দেশের অন্যতম প্রধান নদী বন্দর সদরঘাটকে নৌ-রুট পরিচালনায় আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

৯ নভেম্বর রোববার পুরান ঢাকার বাংলাবাজারে নির্বাচনী ভাবনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে স্থানীয়দের মাঝে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


মুরসালীন বলেন, ‘ঢাকা- ৬ আসন, অর্থাৎ পুরান ঢাকার এই অঞ্চলটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই এই ঢাকা শহরের গোড়াপত্তন ঘটে। এই অঞ্চলটি আদিকাল থেকেই ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। ফলে এই এলাকার উন্নয়ন ঘটাতে হবে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে। বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো কিছুই এখানকার জনগণের কল্যান বয়ে আনবে না।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘পুরান ঢাকা শত শত বছর ধরেই অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি ধারণ করে আছে। বুড়িগঙ্গার পাড়ে হওয়ায় পুরান ঢাকাকে তো দক্ষিণ এশিয়ার ‘ভেনিস’ হিসেবে প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু সীমাহীন লুটপাট, দুর্নীতি ও পরিকল্পনার অভাবে এই অঞ্চলটাকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা সম্ভব হয়নি। বিপ্লবী ছাত্র জনতা এখন অনেক বেশী সচেতন ও বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত। ফলে তাদের নেতৃত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে পুরান ঢাকাকে ঐতিহ্য ও সাংস্কৃতিক দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’
মতবিনিময় শেষে ঢাকা-৬ আসনের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available