• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:৫৫:৫৫ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

৬ মে ২০২৫ বিকাল ০৩:১১:৩০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ব্র্যান্ডিং এবং উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা। কুষ্টিয়া সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা জানিয়ে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

Ad

রাজধানীর কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে ৩ মে, শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী। অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ফোরামকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার সামগ্রিক উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Ad
Ad

শেখ সাদী বলেন, "কুষ্টিয়া সাংবাদিক ফোরামকে সহযোগী হিসেবে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নে আমি রকেট গতিতে কাজ শুরু করেছি এবং এ কর্মযজ্ঞে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আমি কুষ্টিয়ার মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই, এবং এর জন্য সবকিছু করতে প্রস্তুত।"

এছাড়া, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার এবারের কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক-বান্ধব উল্লেখ করে অনেকেই তাদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি ছিল কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ঘটনা।

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, বর্তমান সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক রনজক রিজভী সহ অন্যান্য কমিটির সদস্যরা।

এছাড়া, অতিথিদের বক্তব্য পর্বের পর কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক রনজক রিজভীকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি মো. শেখ সাদী। অনুষ্ঠানের পরিচালনা করেন সমিতির নির্বাহী কমিটির সদস্য আকতার উজ জামান। সংবর্ধনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সচিব মোহাম্মদ মহিবুল্লাহ সায়েম।

সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাদের দায়িত্বের প্রতি অঙ্গীকার এবং সমিতির মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়নে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us