• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪৫:৫৭ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

মধ্য রাতে গুলশানে সাবেক এমপির বাসায় ছাত্র-জনতার তল্লাশি

৫ মার্চ ২০২৫ সকাল ০৮:৩৪:০৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মধ্য রাতে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে ছাত্র-জনতা। ৪ মার্চ মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। এরপর সেখানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী হাজির হয়।

৪ মার্চ মঙ্গলবার দিনগত রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করে। পরে গেট খুলে দিলে শতাধিক ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুক তল্লাশি করেন।

মো. শামিম বলেন, শুনেছি ওই বাসায় বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও করে ছাত্র-জনতা।

তবে ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি। শুধু বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩