• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ১২:২৬:৩৫ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় খেজুরের রস পানে শিশুর মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৮:৪১

বগুড়ায় খেজুরের রস পানে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে খেজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

১৫ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গত রাত ১০টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

Ad
Ad

মাহিন উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে ও তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের দাদা এম রহমান মজনু জানান, রোববার সকালে নিজ বাড়িতে খেজুরের কাঁচা রস পান করার কিছুক্ষণ পর মাহিন অসুস্থ হয়ে পড়ে। এরপর দুইবার বমি করে। দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর নেওয়া হলে রাত ১০টার দিকে মাহিন মারা যায়।

শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। এ সময় সবাইকে খেজুরের কাঁচা রস পানে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৫:৪৫








দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



Follow Us