• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৬:২৮ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৫৩:২০

সংবাদ ছবি

বামনা (বরগুনা) প্রতিনিধি: বাংলা নতুন বছর উপলক্ষে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা রাইচরণ চৌকিদার বাড়ির সামনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল সোমবার বিকালে আয়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে উপজেলার দূর-দূরান্ত থেকে শত শত মানুষ আসেন। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, শত বছর ধরে দোসরা বৈশাখ বিকালে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মেলা বসে। মেলায় বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

মেলা দেখতে দূর-দূরান্তের শত শত নারী-পুরুষ-শিশু অংশ নেয়। হিন্দু-মুসলিম এক হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে উঠেন সবাই।

মেলার আয়োজক তপন বাবু বলেন, ‘বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতি বছর এ ঘোড়দৌড় ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করেন। প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩