বেরোবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার সকালে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৩০৯, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৩ হাজার ৪৫৫, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১ হাজার ৪৫১ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ২ হাজার ৫৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চার কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৭.৮৫%।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেরোবিসহ রংপুর অঞ্চলের সব কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা রংপুরে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। উপাচার্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available