নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নববর্ষের প্রকাশনা উৎসব ২০২৬-এর দ্বিতীয় দিনে জুলাই-সংক্রান্ত ৩টি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর, সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কোনো আন্দোলনের নাম নয়। এটি ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলনের আদর্শিক ভিত্তি ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম। ত্যাগ ও কোরবানির মানসিকতা ছিল এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দেশের জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার ক্ষেত্রে জীবন দিতেও পিছপা ছিল না এই সংগ্রামী প্রজন্ম।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের স্পিরিট জাগ্রত রাখার চেষ্টা করে যাচ্ছে। আজকের জুলাই-সংক্রান্ত ৩টি বইয়ে বর্তমান প্রজন্মকে জাগ্রত রাখা, শিক্ষার্থীদের মধ্যে শহীদদের জীবনী তুলে ধরা, শিশুদের মাঝে শহীদ আবু সাঈদের বীরত্বগাঁথা এবং ফ্যাসিবাদের অপশাসন চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে জুলাই প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে। জুলাই পরিবর্তনকে আমরা শুধু ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাই না; বরং এর মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি কাঠামো থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাই।”
ছাত্রশিবির সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ছাত্র শহীদদের নিয়ে লেখা ‘রক্তের দলিল’, সারাদেশ থেকে বাছাইকৃত লেখা নিয়ে ‘জুলাই স্মৃতি’ এবং শিশুদের জন্য লেখা ‘গল্পে আঁকা জুলাই বিপ্লব’ নামক ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, শহীদ আনাসের মাতা সানজিদা খান দীপ্তি, জুলাই আহত তাহমিদ হুজায়ফা ও সাইফ আরেফিন রাহাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available