জবি প্রতিনিধি: জকসু নির্বাচনসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছে।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে -
১. সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার সময়সীমা স্পষ্ট করা।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।
এ বিষয়ে জবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না।
প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি বহুদিন ধরে জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু দাবির বিষয়ে পিছু হটবো না।”
জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমরা এতদিন অবস্থানসহ নানা কর্মসূচি পালন করেছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে অনশন করছি। নখদন্তহীন প্রশাসন হয়তো এখন আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available