• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ সকাল ০৮:০২:২২ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

ইসকনের হামলায় আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৪৫:৪৩

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: চট্টগ্রামে উগ্রবাদী দেশদ্রোহী ইসকনের সন্ত্রাসী হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

Ad

২৬ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে বাকৃবির বিভিন্ন হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Ad
Ad

শিক্ষার্থীরা সমাবেশে সংগঠন ইসকনকে ‘উগ্রবাদী দেশদ্রোহী’ আখ্যা দিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনও আমাদের সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শত্রুতার নীলনকশা আঁকছে। তারা বারবার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

বিক্ষোভে শিক্ষার্থীরা আরও বলেন, ‘দেশে শান্তি ও সম্প্রীতির জন্য এই ধরনের অপপ্রয়াস বন্ধ করা অত্যন্ত জরুরি। আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us