• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৭:২০ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কুবির সায়েন্স ক্লাবের নেতৃত্বে জনি-আজহার

১১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৫:৩২

সংবাদ ছবি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী জনি সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে একই ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আজহার উদ্দিন ।

১১ সেপ্টেম্বর বুধবার সংগঠনের বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মডারেটর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কমিটিতে মডারেটর হিসেবে আছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আইসিটি ১৩ ব্যাচের শিক্ষার্থী নিয়াজ আল মাসুম, পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাঈদ, মো. দিদারুল আলম, মো. মেহেদি হাসান, কাওসার হোসেন, হুমায়রা শওকত। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, আরাফ ভুঁইয়া, ইয়াসিন আরাফাত হিমু, আমান ভুঁইয়া ও জিয়াউল হোসেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোজাহিদুল জুবায়ের, পদার্থবিজ্ঞান বিভাগের জাকিয়া জেবিন, একই বিভাগের ১৫তম ব্যাচের সাইফ হোসেন জিদনী ও সিএসই ১৫তম ব্যাচের শিক্ষার্থী সামিহা ইসলাম।

এছাড়া, কোষাধ্যক্ষ হিসেবে আছেন মহিউদ্দিন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পাদক মোহাম্মদ শুভ, রোবটিক্স সম্পাদক জুয়েল নাথ, প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম ও মোরসালিন হোসেন, আইটি সম্পাদক রিফাতুল ইসলাম মারুফ, সাংস্কৃতিক সম্পাদক বৃষ্টি বর্মন, প্রচার সম্পাদক শাহরিয়ার নাফিস জয় ও জান্নাতুল মেহজাবিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হৃদয় হাসান ও আল মাসুম হোসেন, বিজ্ঞান জনপ্রিয়করণ সম্পাদক মো. নাঈমুর রহমান ভুঁইয়া ও ইমন সালাম জয়, পাঠচক্র বিষয়ক সম্পাদক নুপুর দাস ও ফাহিম মুনতাসির নাহিদ, আপ্যায়ন সম্পাদক ফাহিম চৌধুরি, বিজ্ঞান আড্ডা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সাদী ও মোহাম্মদ রুহান রুবি।

উল্লেখ্য, ঘোষিথ এ কমিটির মেয়াদ হবে সর্বোচ্চ ১ বছর (সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)। নতুন কমিটিকে কিছু বাধ্যতামূলকভাবে ২য় COUSC জাতীয় বিজ্ঞান উৎসব - ২০২৪ এর পুরস্কার প্রদান ও জাতীয় বিজ্ঞান উৎসব - ২০২৫ আয়োজন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪