• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:১৭ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

নির্বিচারে গাছের ডালপালা কাটার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:২১

সংবাদ ছবি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের নামে নির্বিচারে গাছের ডালপালা কাটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। ৮ সেপ্টেম্বর রোববার রেজিস্টার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

Ad

সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই বৈদ্যুতিক লাইনের নিচে থাকা গাছগুলোর অধিকাংশ ডালপালা কেটে ফেলা হয়েছে।

Ad
Ad

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক বৈচিত্র্যময় ও সৌন্দর্যে ঘেরা একটি বিশ্ববিদ্যালয়। ২০১৯ সাল নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখের রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি ও তীব্র রোদ থেকে বাঁচার জন্য কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু গাছগুলো রোপণ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় হলো কিছুদিন পরপর বৈদ্যুতিক তারের দোহাই দিয়ে নির্বিচারে গাছগুলোর ডালপালা কাটা হয়।’

স্মারকলিপিতে শিক্ষার্থীরা কিছুদিন পরপর গাছের ডালপালা না কেটে চূড়ান্ত সমাধান হিসেবে দুইটি দাবি পেশ করেন। দাবি দুটি হলো, ১. আগামী ৯০ দিনের মধ্যেই বৈদ্যুতিক খুঁটিগুলো উপযুক্ত জায়গায় স্থানান্তর করতে হবে।  ২. বৈদ্যুতিক তারের দোহাই দিয়ে নির্বিচারে গাছের ডালপালা কাটা বন্ধ করতে হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অনুরোধে গাছের ডালপালা কাটা বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোতাছিম বিল্লাহ রিফাত, রুবেল চন্দ্র দাস এবং মীর মো. ইকবাল হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪

সংবাদ ছবি
বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯

সংবাদ ছবি
সিআইপি নির্বাচিত হওয়ায় সেনবাগে সংবর্ধনা
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৯


সংবাদ ছবি
মণিরামপুরে কৃষক পরিবারকে জিম্মি করে ডাকাতি
২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১২




Follow Us