• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩২ রাত ০৩:৫২:৫৩ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

সমালোচনার মুখে প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করলেন বেরোবির ড. মোরশেদ

২ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৩১:২১

সংবাদ ছবি

বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন। ২ সেপ্টেম্বর সোমবার তিনি পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান।

Ad

শিক্ষার্থীদের অভিযোগ তিনি আওয়ামী সরকারের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি এর আগে আওয়ামী লীগের দলীয় পদে ছিলেন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তিনি। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সাথে লিয়াজোঁ করে চলতেন।

Ad
Ad

এছাড়াও বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, ড. মোরশেদ হোসেন আওয়ামী লীগের অর্থ উপ-কমিটির সদস্য, পতাকা মামলার আসামি ও ওয়ান বাংলাদেশ রংপুর জেলার সভাপতি ছিলেন।

এর আগে গত ২৯ আগস্ট বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক যৌথ নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে ডিনস কাউন্সিল বা ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানদের আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় জ্যেষ্ঠ অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। তারই প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির সভায় অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেনকে বেরোবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তার চেয়ে জ্যেষ্ঠ অধ্যাপক ও যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও এমন বিতর্কিত একজন শিক্ষককে কেন বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ পদে আসীন করা হলো? এমন প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

এর ফলে উত্তপ্ত পরিস্থিতি বুঝতে পেরে নিয়োগের একদিনের মাথায় পদত্যাগে বাধ্য হন ড. মো. মোরশেদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এ ঘটনার প্রতিক্রিয়া জানতে ড. মো. মোরশেদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৩৬৫
৭ নভেম্বর ২০২৫ রাত ০৯:০১:৩২







সংবাদ ছবি
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৪




Follow Us