• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৪:২২ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর সমিতির ইফতার

২২ মার্চ ২০২৪ দুপুর ০২:১২:১২

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমিতির নবীনবরণ, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা সমিতির  নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

পরে ২য় এবং ৩য় বর্ষের শিক্ষার্থীদেরও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা সমিতির নবনিযুক্ত শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির সভাপতি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরমান রাকিব সরকারের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ড. বেনতুল মাওয়া এবং অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩