নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না নামলে সরকার আমদানির সিদ্ধান্ত নেবে।

৯ নভেম্বর রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। আমরা বাজার পর্যবেক্ষণ করছি। যদি এই সপ্তাহে দাম কমে না আসে, তবে সরকার আমদানির পথে হাঁটবে।’


বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘সরকার উৎপাদক, পাইকারি ও খুচরা বাজারের অবস্থান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কোনো সিন্ডিকেট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি শনাক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় তিনি জানান, স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। কৃষক যেন ন্যায্য দাম পায়, আবার সাধারণ ক্রেতাও যেন স্বস্তি পায়-সে বিষয়টি বিবেচনায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে ৭০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি ১৩০ টাকায় পৌঁছেছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর তদারকির অভাব ও সিন্ডিকেটের অযাচিত প্রভাবই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available