নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র সাথে একটি পার্টনারশিপ স্থাপন করেছে; যার লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক সংযোগ ও স্মার্ট সমাধানের মাধ্যমে তিতাস গ্যাসের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করা।
এই সহযোগিতার আওতায় তিতাস গ্যাসের কর্মীদের জন্য বিশেষ ভয়েস ও ইন্টারনেট সেবা প্রদান করবে গ্রামীণফোন, যাতে সারা দেশের কার্যক্রমে নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত হয়। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সমাধানও চালু করবে গ্রামীণফোন। এতে তিতাস গ্যাসের কাজের ধারা আরো গতিশীল, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ এবং আরো স্মার্ট ও ডেটা-নির্ভর কার্যক্রম নিশ্চিত হবে।
গ্রামীণফোনের হেড অব আর্মড ফোর্সেস, এনার্জি সেক্টর ও স্ট্র্যাটেজিক বিজনেস খন্দকার রিয়াজ রহমান এবং তিতাস গ্যাসের কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম সম্প্রতি ঢাকার কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এ বিষয়ক কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ পারভেজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “এন্টারপ্রাইজ পার্টনাররা গ্রামীণফোনের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। উদ্ভাবনী ও উপযোগী সমাধানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। তিতাস গ্যাসের সাথে এই পার্টনারশিপ তেমনই একটি পদক্ষেপ যা কার্যক্রমের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক। একটি বিশ্বস্ত ডিজিটাল ট্রান্সফরমেশন পার্টনার হিসেবে অত্যাধুনিক সংযোগ এবং আইওটি-ভিত্তিক সেবার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর ক্ষমতায়নে কাজ করছে গ্রামীণফোন; যাতে আরও স্মার্ট, টেকসই ও ভবিষ্যত-উপযোগী কার্যক্রমের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত হয়।
”তিতাস গ্যাসের ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ পারভেজ বলেন, “এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা গ্রামীণফোনের কাছ থেকে আধুনিক প্রযুক্তি গ্রহণ করছি যা আমাদের দক্ষতা, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করবে। সংযোগ ও আইওটি ক্ষেত্রে গ্রামীণফোনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা জ্বালানি খাতে কার্যক্রমগুলো ঢেলে সাজাতে চাই, যা উদ্ভাবন ও সেবার উৎকর্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।
”চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাহমুদুর রহমান, হেড অব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডজাসেন্ট বিজনেস রিপন কুমার পাল; তিতাস গ্যাসের জেনারেল সার্ভিসেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সৈয়দা আতিয়া বিলকিস, অপারেশনস ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কাজী মোহাম্মদ সাঈদুল হাসান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available