• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:১৩:৩৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

২০ হাজার টাকায় এআই ফিচার-সহ স্মার্টফোন নিয়ে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা

২১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫১:১৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বস্ত স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে। ২০ হাজার টাকার সেগমেন্টের এই ডিভাইসটি উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে এই ক্যাটাগরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে; একইসাথে, এটি সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

Ad

নতুন সুপার ২৬ আলট্রা ডিভাইসটি ৬.৮ মিলিমিটারের সুপার স্লিম ডিজাইনের। এর থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লেতে ১.৫কে রেজল্যুশন ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস; যা ইনডোর, আউটডোর বা উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও চমৎকার ভিজ্যুয়াল নিশ্চিত করে। এতে ব্যবহৃত কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটানশিল্ড আর্কিটেকচার ডিভাইসে অতিরিক্ত শক্তি যোগ করে এবং রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স ফোনটিকে প্রতিদিনের চাহিদা পূরণের উপযোগী করে তোলা হয়েছে।

Ad
Ad

এছাড়াও, অতিরিক্ত ফিচার হিসেবে এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আলট্রা-লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফোনটিকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলে। এর সুবিশাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। এটি স্লিম এই ফোনটিকে স্টাইলিশ ও টেকসই করে তোলে।

Ad

সফটওয়্যারের দিক থেকেও সুপার ২৬ আলট্রায় সর্বাধুনিক এআই ফিচার ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করে। এর এআই ইমেজ এডিটর স্বয়ংক্রিয়ভাবে ফটো অর্গানাইজ করে ও পোর্ট্রেট উন্নত করে; এতে ব্যবহৃত সিনেমাটিক ভ্লগ জেনারেটর সেকেন্ডের মধ্যেই পেশাদার মানের ভিডিও তৈরি করতে সক্ষম; এআই ক্যামেরা ইরেজার ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলতে সাহায্য করে এবং সার্কেল টু সার্চ ফিচার ব্যবহারকারীদের নির্বাচিত স্ক্রিন কনটেন্টের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে সহায়তা করে। আইটেলের এআই অ্যাসিস্ট্যান্ট সোলা প্রতিদিনের কাজ ও বিনোদনকে আরও সাবলীল করে তোলে।

আইটেল সুপার ২৬ আলট্রা স্টাইল, পারফরম্যান্স ও উদ্ভাবন একসাথে চান এমন তরুণ, ডিজাইন-প্রেমী ও প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এর উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম ডিউরেবিলিটি ও শক্তিশালী এআই ইন্টিগ্রেশন এটিকে তার সেগমেন্টে একটি অনবদ্য ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করে; যা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা নিশ্চিত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us