নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঢাকাসহ সারাদেশে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

দুর্বৃত্তের গুলিতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যু এবং পরবর্তী ঘটনার প্রতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে তিনি লেখেন, ‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত।’


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মৃত্যুর পর ঢাকাসহ সারাদেশে ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালায়। বিক্ষুব্ধরা দেশের প্রধান দুটি সংবাদপত্র; প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে লাঞ্ছিত করা হয়।
এছাড়া ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনেও আগুন দেওয়া ও ভাঙচুর চালানো হয়। চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলায়ও বিক্ষোভ হয় এবং কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available