সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন)-এ জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা।

২৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় নির্বাচনী পরিবেশে ভয়ভীতি, বাধা ও অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।


এ সময় মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।”
সমর্থকরা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে তারা মাঠে থাকবেন এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সোচ্চার থাকবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available