• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৩:১৫ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

বিদেশি নম্বর থেকে বাগেরহাটের এসপিকে হুমকি

২৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৬:২৮

বিদেশি নম্বর থেকে বাগেরহাটের এসপিকে হুমকি

বাগেরহাট প্রতিনিধি: দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

Ad

২৫ জানুয়ারি রোববার একটি বিদেশি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

Ad
Ad

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে লাগাতার অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার করা হয়, এসময় পুলিশ সুপারকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগই দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, অডিও কথোপকথনটি সঠিক। পাশাপাশি ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

জেলার একাধিক সচেতন ব্যক্তি জানান, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়টি পুলিশ সুপারের এখতিয়ারভুক্ত নয়। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের সক্রিয় ও কার্যকর ভূমিকার কারণে পরিকল্পিতভাবে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি এবং পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালানো হতে পারে বলে তারা মনে করছেন।

বাগেরহাট সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক এস কে এ হাসিব বলেন, ‘আমি প্যারোলের বিষয়ে অবগত নই। তবে কোনো সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

হুমকি ও গালাগালির বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি বিদেশি নম্বর থেকে ফোন কল পেয়েছেন। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সম্প্রতি এক গৃহবধূর মৃত্যু ও তার শিশুসন্তানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শুক্রবার পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং ঘরের মেঝে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। শনিবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১২:৪৬


দেশেই আছেন বিসিবি সভাপতি
দেশেই আছেন বিসিবি সভাপতি
২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৮:৫১



Follow Us