নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় পাঁচ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী।

৯ জানুয়ারি শুক্রবার দুপুরে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্ট অধিনায়ক লে. কনেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।


গ্রেফতাররা হলেন- মোহামৃমদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, রিংকু মিয়া।
অভিযান সূত্রে জানা যায়, যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে সেসব বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিসহ পাঁচ রাউন্ড সট গানের কার্তুজ, ৮টি ককটেল, ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হজাার ৮শ’ টাকাসহ টেঁটা, ৩৮৮ রামদা, ১টা বড় ছোড়া ১৩টি, দা ৭টি, ২টি টু কুড়াল, ছোট ছোড়া ৬টা, চাপাতি ৭টি, হকিস্টিক ৬টি, ৮টি ককটেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে উদ্ধার অস্ত্রসহ তাদের নিয়ে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এনে জড়ো করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available