চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

১৯ ডিসেম্বর শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীতে শতাধিক লোক এ হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন নারী কেয়ারটেকার ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক লোক ১১টা ৪০ মিনিটের দিকে এসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন কেয়ারটেকার।
বিষয়টি নিশ্চিত করে বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available