মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার নগরবাকা, স্বরূপদহ, খাড়ারা ও নওদা শামুখিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।


আটককৃত আসামিরা হচ্ছে মিরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নগরবাকা এলাকার আশরাফুল আলম মিলন (৫০) , তালবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওদা শামুখিয়া এলাকার এনামুল কবিরাজ (৫০), পোড়াদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বরুপদহ এলাকার মনোয়ার খাঁ (৬৫) ও বহলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ এর সদস্য খাড়ারা এলাকার রেজাউল করিম (৪৫) কে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
আটককৃত আসামিদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়িতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ির হেডলাইট ভেঙে দেয়। এ সময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়।
ঘটনার সময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের পরিবার বলেন, শুধুমাত্র রাজনীতি করার কারণেই তাদেরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় চারজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available