• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৩৪:০৭ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

১৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:২৪

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করছে। ‘এসো মিলি শেকড়ের টানে’ স্লোগানকে সামনে রেখে ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Ad

এর আগে, বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

Ad
Ad

শতবর্ষ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে শিক্ষক-সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন তারা।

শতবর্ষ উৎসবের অংশ হিসেবে বিকেলে রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হবে নাচ, গান ও আবৃত্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us