• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:২৯:০৩ (26-Nov-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে সাবেক চেয়ারম্যানসহ পাঁচ শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

২৬ নভেম্বর ২০২৫ রাত ০৯:১৯:৪২

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ.-এর নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এই গণ-যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে বিএনপির শক্তিবৃদ্ধি এবং নতুন মেরুকরণের ইঙ্গিত পাওয়া যায়।

Ad

​২৬ নভেম্বর বুধবার বিকেলে, ঐতিহাসিক যোগদান উপলক্ষে জৈনা বাজার এলাকার আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়।

Ad
Ad

গাজীপুর ইউনিয়ন বিএনপি'র এডভোকেট দবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. এনামুল হক মনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বিএনপি-কে "নির্যাতিত মানুষের দল" হিসেবে আখ্যায়িত করেন। তিনি যোগদানকারী নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, "একের পর এক চমক আপনারা দেখছেন, তবে আসল চমক এখনো বাকি সেটা খুব শিগগিরই দেখতে পারবেন।" তাঁর এই বক্তব্য আগামী দিনে স্থানীয় রাজনীতিতে আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন গাজীপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ নিল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব।

এই যোগদান অনুষ্ঠানে দলীয় সংহতি প্রকাশ করতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. খাইরুল কবির মণ্ডল আজাদসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর সরকার, মো. মোক্তারুল করিম মোড়ল শামীম, এস.এম. মাহ্ফুল হাসান হান্নান এবং স্থানীয় বিএনপি'র অন্যান্য নেতা-কর্মী।

এই বিপুল সংখ্যক কর্মীর যোগদান গাজীপুরের শ্রীপুর অঞ্চলের রাজনীতিতে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর
২৬ নভেম্বর ২০২৫ রাত ০৯:০০:৪৫




সংবাদ ছবি
ডুমুরিয়ায় বাসের চাপায় এক নারীর মৃত্যু
২৬ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৭:৫৫

সংবাদ ছবি
১৬৬ উপজেলায় নতুন ইউএনও
২৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৩৯

সংবাদ ছবি
প্রকাশ পেল ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২৪



Follow Us