নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর ইএমই সেন্টার এন্ড স্কুলে মেকানিক্যাল ভবনে কনফারেন্স হলরুমে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


এসময় প্রধান অতিথিকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, কোর অব ইএমই-এর কর্নেল কমান্ড্যান্ট, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে সেনাবাহিনী প্রধান ইএমই কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, সেনাবাহিনীর যানবাহন ও আধুনিক সরঞ্জাম সচল রাখতে ইএমই কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তৃতায় তিনি মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ইএমই কোরের বীর সেনানীদের স্মরণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ডিভিশন ও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান ইএমই সেন্টার
এন্ড স্কুল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করে ফটোসেশনে যোগ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available