• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:৩১ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

রাজশাহীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯:০৫

সংবাদ ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি গোয়েন্দা পুলিশ। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ হিসেবে উপস্থাপন করে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

Ad

গ্রেফতাররা হলো, মো. হিরু (৪৫), মো. ফিরোজ (৪১) এবং আবুল কাশেম (৫৯)। পলাতক অপর তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Ad
Ad

১৬ নভেম্বর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি মিডিয়া উইং জানায়, ১৫ নভেম্বর শনিবার বিকেলে এসআই মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ফ্লাইওভারের নিচে চেকপোস্ট ডিউটি করছিল। সন্ধ্যা সাড়ে ৬টার সময় সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। অভিযানের সময় হিরুর জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগের ভিতরে সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতা ছিল। এ বিষয়ে হিরু ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো তথ্য দিতে ব্যর্থ হয়। পরে ডিবি পুলিশ জব্দকৃত মালামালসহ তাদেরকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, পরিকল্পিতভাবে ব্যাগটি রাস্তায় ফেলে দিতো তারা। পরে সহযোগীরা তা কৌশলে উঠিয়ে যাত্রীর সামনে খুলে স্বর্ণ বলে বিক্রি করার চেষ্টা করত।

আরএমপি (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ হিসেবে উপস্থাপন করে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল বসতঘর
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫০

সংবাদ ছবি
আইসিউতে লড়াই শেষে শিক্ষিকা ফাতেমার মৃত্যু
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৪৮



সংবাদ ছবি
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৪৯






Follow Us