ভোলা প্রতিনিধি: ভোলায় সরকারের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র বেদে সম্প্রদায়ের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনের উদ্যোগে ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

১১ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ট্রাকযোগে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৪০টি জেলে পরিবার এ সহায়তা পান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মীর, দপ্তর সম্পাদক নাছীর মহাজন, কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাবুদ্দিন ফরাজিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available