রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলায় স্থাপিত রেলওয়ে স্টেশন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১০ নভেম্বর সোমবার বেলা ১১টায় এলাকাবাসীর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এমএ সবুর রানা, সহ-সভাপতি এএইস নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, বিএনপি নেতা মো. মাসুদ রানাসহ বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভাগা রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হলেও এখানে কোনো ট্রেন থামানো হয় না। এতে স্থানীয়দের যাতায়াতে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। রামপাল উপজেলার মানুষকে রেলপথে চলাচলের জন্য দূরবর্তী মোংলা বা চুলকাটি স্টেশনে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
স্থানীয়দের দাবি, ভাগা রেলওয়ে স্টেশনটি চালু হলে রামপাল, ফয়লা ও আশপাশের জনপদের হাজারো মানুষ সহজে রেলসেবা গ্রহণ করতে পারবে, এতে একদিকে যাতায়াতের ভোগান্তি কমবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। বিশেষ করে রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় রামপালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ কেন্দ্রে আগত ক্যান্সার রোগীদের পরিষেবা করার জন্য। ক্যান্সার কেয়ারটি চালু করা হলেও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ জন্য দ্রুত ভাগা রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available