• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:১২:৩৭ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

৩৪ বছর পর মাগুরা-২ আসনে এমপি পাওয়ার আশায় আছে মহম্মদপুরবাসী

৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫১:৫৮

সংবাদ ছবি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা-২ আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা, হিসাব-নিকাশ। এই আসন দুটি উপজেলা নিয়ে গঠিত— মহম্মদপুর ও শালিখা। আসনটিতে দীর্ঘ ৩৪ বছর ধরে প্রভাব ছিল শালিখা উপজেলার রাজনীতিকদের হাতে। বারবারই এমপি নির্বাচিত হয়েছেন শালিখা উপজেলা থেকে।  

Ad

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছেন, তাদের বেশিরভাগই মহম্মদপুর উপজেলার সন্তান। ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে— এবার বোধহয় নিজ উপজেলারএকজনকেই এমপি হিসেবে দেখা যাবে সংসদে।

Ad
Ad

এবার মাগুরা-২ আসনে সম্ভাব্য শীর্ষে থাকা প্রার্থীদের তালিকায় আছেন বিএনপি থেকে এ্যাড. নিতাই রায় চৌধুরী (মহম্মদপুর), জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক এমবি বাকের (মাগুরা সদর), কেন্দ্রীয় সমন্বয়ক (এনসিপি) ও সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং কৃষিবিদ গ্রুপের ড. আলী আফজাল (মহম্মদপুর)।

তালিকায় উঠে আসা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনসমর্থন ও মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতার দিক থেকেও এগিয়ে আছেন এই কয়জন।  

এবার যদি তাঁদের মধ্যে মহম্মদপুরের বাসিন্দা কেউ বিজয়ী হন, তবে দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মহম্মদপুর উপজেলার মানুষ তাদের নিজ এলাকার একজন সংসদ সদস্য পাবে।

মাগুরা‑২ আসন থেকে এখন পর্যন্ত নির্বাচিত হয়ে যারা সংসদ সদস্য হয়েছেন তারা হলেন  ১৯৮৬ - মোহাম্মদ আছাদুজ্জামান (আওয়ামী লীগ), মহম্মদপুর; ১৯৮৮ - নিতাই রায় চৌধুরী (জাতীয় পার্টি), মহম্মদপুর; ১৯৯১ - মোহাম্মদ আছাদুজ্জামান (আওয়ামী লীগ), মহম্মদপুর; ১৯৯৪ (উপনির্বাচন) - কাজী কামাল (বিএনপি), শালিখা; ১৯৯৬ - বীরেন শিকদার (আওয়ামী লীগ), শালিখা; ২০০১ - কাজী কামাল (বিএনপি), শালিখা এবং ২০০৮–২০২৪ - বীরেন শিকদার (আওয়ামী লীগ), শালিখা।

রাজনীতির মাঠ এখন সরগরম। শেষ পর্যন্ত কার ভাগ্যে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ পাবেন— তা সময়ই বলে দেবে। তবে মহম্মদপুরবাসী এবার আশায় বুক বেঁধেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে গাঁজা জব্দ
৮ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৪০


সংবাদ ছবি
টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের আন্ডারপাস
৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:০৩





Follow Us